আগলৈঝাড়া (বরিশাল ) সংবাদদাতাঃ বরিশাল আগলৈঝাড়া উপজলোয় আড়াই লাখ লো কের জান মালরে নিরাপত্তা নিশ্চিতকরে মাত্র ৩৭ জন পুলি শ। গড়ে প্রায় ৭ হাজার জন লোকরে নিরাপত্তার জন্য মাত্র ১ জন পুলিশ দায়ীত্ব পালন করছে । পুলিশেরজনবল কাঠামো কম থাকায় উপজেলায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে বেগপেতে হচ্ছে পুলিশ কে। উপজলোর ৫টি ইউনিয়নেন আড়াই লাখরেও বেশী জনগন বসবাস করছে অথচ ১০ বছর আগে এ উপজলোয় লোকসংখ্যা ছিল ১ লাখরে নীচ। তখনও থানা পুলিশের জনবল কাঠামো অনুরুপ ছিল । ১০ বছর পর জনসংখ্যা দিগুনের বেশি হওয়ার পরওে পুলিশের জনবল কাঠামো বাড়েনি একজনও। আগলৈঝাড়া থানা পুলশিরে একটি মাত্র পিক আপ ভ্যান রয়েছে। ফলে আসামী গ্রেফতার করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে রাতের বেলায় পেট্রেোল ডিউটি করার জন্য পুলিশকে টেম্পু মালকি সমিতি থেকে প্রতিদিন টেম্পুরিকজিশন করতে হচ্ছ। থানা সুত্রে জানা যায়, র্বতমানে ওসি সহ ৬ জন এস আই, ৪ জন এ এস আই ও ২৭ জন কনষ্টবল র্কমরত রয়েছে । তাদরে মধ্যে ৫ জন কনষ্টবল থানায় র্সাবক্ষনকি ডিাুটিতে থাকেন । ১জন এস আই ডিউটি অফিসারের দায়ীত্ব পালন করেন এবং ১জন থাকেন ইর্মাজন্সেীর দায়ীত্ব। ১জন কনষ্টবল প্রতিদিন জেলা সদরে ডাক আনা নেওয়া করেন ১ জন মুন্সি বা লিখেন , ১জন ওয়ারলসে অপারটের ও ১জন বিভিন্ন নোটিশ প্রদানের দায়ীত্বে থাকেন । বাকি ২৬ জন আড়াই লাখ লোকের নিরাপত্তার প্রহরী হিসেবে দায়ীত্ব পালন করেন । এর মধ্যে প্রায়ই ২-৩ জন ছুটিতে থাকেন । যারা রাতে পেট্রেোল ডিউটি করেন তারা আবার দিনের বেলায় মামলার তদন্ত কাজ সহ দৈনন্দিক কাজ করে থাকেন । উপজেলার ৭ হাজার লোকের নিরাপত্তার জন্য মাত্র ১ জন পুলশি দায়ীত্বে রয়ছে। ফলে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয় ন্ত্রনে রাখতে পুলিশ কে হিমসিম খেতে হচ্ছে। জনবল কম থাকায় থানার র্কমরত এস আই ও কনষ্টবলদের অতিরিক্তি দায়ীত্ব পালন করতে হয়। কোথাও কোন চুর, ডাকাত,ছি তাই, খুন ও র্ধষন হলওে পুলিশ তাৎক্ষনকি ব্যবস্থানিতে না পাড়ায় জনরোষরে শিকার সহ আইন শৃঙ্খলা বাহনিীর প্রতি জনগনরেবিরুপ প্রতিক্রিয়া হয়ে থাক । অথচ পুলিশের সমস্যা ও জনবল সংকট নিয়ে র্উধতন র্কতৃপক্ষ কখনও ভাবেন না। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা মো.মনরিুল ইসলাম সাংবাদিক দের বলেন পুলিশের সংখ্যা কম হলওে আগলৈঝাড়ার আইন-শৃংখলা ভালো আছে । র্উধ্বতন র্কমর্কতাদরে কাছে আরোও পুলিশ সদস্য চাওয়া হবে । সচেতন মহলের দাবি পুলিশের সংখ্যা অার বাড়িয়ে জন নিরাপত্তা জোড় দার করা হউক ।
আগলৈঝাড়ায় ৭ হাজার লোকের নিরাপত্তায় ১জন পুলিশ!

October 21, 2016