আগমীকাল ইংল্যান্ড রওনা দিচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক  : আগামীকাল বুধবার ইংল্যান্ডের ইদ্দেশ্যে রওনা দিচ্ছে বাংলাদেশ। এটি বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বেশ বড় অভিযান। কেননা- অভিযানের শুরুতে সাসেক্সে ৯ দিনের অনুশীলন ক্যাম্পের পর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। এরপরই ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির বড় মিশন। দেশ ত্যাগের আগে সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার আইসিসির শীর্ষ ৮ দলের বড় মিশন নিয়ে কিছুই বলেননি দলনেতা মাশরাফি বিন মুর্তজা। অবশ্য আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটা জিততে চান বলেও জানালেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। এদিকে আগামী ১২ মে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের কোনো ফাইনাল নেই। নিউজিল্যান্ড ও স্বাগতিক আয়ারল্যান্ডের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজে বাংলাদেশের জন্য জটিলতা হলো, আয়ারল্যান্ডের কাছে ম্যাচ জিতলে বাংলাদেশ বেশি পয়েন্ট পাবে না। কিন্তু হেরে গেলে হারাবে অনেক পয়েন্ট।
অন্যদিকে সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর পাকিস্তানের সঙ্গে নিজেদের মাটিতেও হতে পারে ওয়ানডে সিরিজ। ৩০ সেপ্টেম্বরের আগে বাংলাদেশের বেশ কিছু ওয়ানডে-পরীক্ষা। তারিখটা মাথায় রাখতেই হচ্ছে বিশ্বকাপে সরাসরি যাওয়ার সুযোগের কারণে। ৮ নাম্বারে থাকতে পারলেও ক্ষতি নেই। কিন্তু নয়ে নেমে গেলে খেলতে হবে বাছাইপর্ব। তাই এখন বাংলাদেশ দলকে প্রতিটা ম্যাচই তাই হিসাব-নিকাশ করে খেলতে হবে। তাছাড়া এই ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতির সুযোগও।
মাশরাফি বললেন, কে কী বলবে জানি না। অবশ্যই জেতার জন্য সেখানে যেতে হবে। অনেক হিসাব-নিকাশের ব্যাপার আছে। এখানে জিততে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার সুযোগ থাকবে। আর সিরিজটা খারাপ হলে মাথায় চাপ চলে আসবে। তবে মানসিকভাবে তৈরি না হলে খুব কঠিন হবে।
আয়ারল্যান্ড থেকে আত্মবিশ্বাস নেওয়াটা যে খুব জরুরি বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাশরাফিরা কঠিন গ্রুপেই পড়েছেন। এ গ্রুপে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ড।
অবশ্য বাংলাদেশ দল এখন ওয়ানডেতে যে কাউকে ফেলে দিতে পারে চ্যালেঞ্জের মুখে। কন্ডিশন অচেনা হলেও মাশরাফির কণ্ঠে তাই প্রত্যয়। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপাতত গ্রুপ পর্ব পেরিয়ে সেমিফাইনালে ওঠার ব্যাপারেও আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের জন্য খুব কঠিন হতে যাচ্ছে। প্রতিপক্ষের দিকে যদি তাকান, এটা সহজ হবে না। তবে সামনে কী হবে কেউ জানে না। ওই কন্ডিশনে এর আগে ২০১০ সালে আমরা ইংল্যান্ডকে হারিয়েছি, ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়েছি। ওসব এখন ইতিহাস।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
১২ মে বাংলাদেশ-আয়ারল্যান্ড
১৭ মে বাংলাদেশ-নিউজিল্যান্ড
১৯ মে বাংলাদেশ-আয়ারল্যান্ড
২৪ মে বাংলাদেশ-নিউজিল্যান্ড

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি: গ্রুপ পর্ব
১ জুন বাংলাদেশ-ইংল্যান্ড (কেনিংটন ওভাল)
৫ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া (কেনিংটন ওভাল)
৯ জুন বাংলাদেশ-নিউজিল্যান্ড (কার্ডিফ)