আওয়ামী লীগ ২৫৮, জাপাসহ অন্যান্য ৪২

অনলাইন ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের চূড়ান্ত প্রার্থিতা দাখিল করা হয়েছে। এতে আওয়ামী লীগ ২৫৮টি আসনে প্রার্থিতা দাখিল করেছে। নির্বাচনি জোট মহাজোটের শরিক জাতীয় পার্টি (এরশাদ) ২৬টি এবং যুক্তফ্রন্ট (বিকল্পধারা) পেয়েছে তিনটি আসন । এছাড়াও ১৪ দলের শরিকরা পেয়েছেন ১৩টি আসন। এর মধ্যে ওয়ার্কাস পার্টি ৫টি, জাসদ (ইনু) ৩টি, জাসদ আম্বিয়া ১টি, তরিকত ফেডারেশন ২টি, জাতীয় পার্টি জেপি (মঞ্জু) ২টি আসন পেয়েছে।

রোববার বিকালে আসন বণ্টন সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়।

এদিকে, মহাজোটের অংশীদার জাতীয় পার্টি আসন বণ্টনে সন্তুষ্ট না হওয়ায় আওয়ামী লীগের সঙ্গে ১৩২টি আসনে উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে। গত রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে ২৯টি আসনে জোটগত নির্বাচন করবে জাতীয় পার্টি। কিন্তু, নির্বাচন কমিশনে আওয়ামী লীগের পাঠানো তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে ২৬টি আসনে জাতীয় পার্টির প্রার্থীকে জোটের প্রার্থী হিসেবে ছাড় দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও মহাজোটের চূড়ান্ত আসন বণ্টন:

দলের নাম বরাদ্দ আসন

আওয়ামী লীগ ২৫৮

জাতীয় পার্টি ২৬

যুক্তফ্রন্ট (বিকল্পধারা) ৩

ওয়ার্কার্স পার্টি ৫

জাসদ (ইনু) ৩

তরিকত ফেডারেশন ২

জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) ২

জাসদ (আম্বিয়া) ১

মোট ৩০০