‘আওয়ামী লীগের ছাব্বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়’

কুষ্টিয়া প্রতিনিধি:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি সরকারের সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাসহ সারাদেশের ছাব্বিশ হাজার কর্মীকে হত্যা করা হয়েছিল। সেটি খালেদা জিয়া ভুলে গেছেন। নৌকায় ভোট দেওয়ার অপরাধে বিএনপি সন্ত্রাসীদের দিয়ে দশ হাজার হিন্দু নারীদের ধর্ষণ করা হয়েছিল।
শনিবার দুপুরে কুষ্টিয়া গোপীনাথ জিউর মন্দিরে আয়োজিত বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বাংলাদেশে এখন যদি মানবাধিকার লঙ্ঘিত হয় তা হলে সেটি বিএনপি-জামায়াত জোটের মদদেই ঘটছে।
তিনি আরও বলেন, মহান জাতীয় সংসদ সারা বিশ্বে একটি সৌন্দর্যমণ্ডিত স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। তাই লুই কানের নকশায় গাইড লাইন অনুযায়ী যেখানে যে স্থাপনা যে অবস্থায় ছিল তা পুনর্নির্ধারণ করা হবে।
এ সময় পৌর মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. অনুপ কুমার নন্দীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে তিনি শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে আয়োজিত বিজয়া পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।