আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয় :এমপি কমল

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার সদর-রামু আসনের সংদস সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন যখনি শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসে তখনি দেশের উন্নতী হয়। স্বাধীনতার পরে দেশে যত সরকার উন্নয়ন করেছে ২০০৮ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে সেই থেকে এখন পর্যন্ত তার ছেয়ে বেশি উন্নয়ন করেছে। তাই বাংলাদেশ একটি স্বনির্ভর দেশ করার জন্য আবারো আওয়ামীলীগ কে ভোট দিয়ে

জয়ী করতে হবে। তাহলে উন্নয়ন ধারাবাহিক থাকবে এবং বাংলাদেশের সকল নাগরিকের ভাগ্য খুলবে। তিনি গতকাল কক্সবাজার সদর উপজেলা পিএমখালী ইউনিয়নের ছনখোলা গ্রামে বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন। বৃহত্তর ছনখোলা প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে পূর্ন মিলনী অনুস্টান এবং সংবর্ধনা সভা উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে এমপি কমল আরো বলেন বর্তমান

সরকারের সময়ে দেশে বিদ্যুাৎ, রাস্তা ঘাট, ব্রিজ কালভার্ট, সহ সাধারণ মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে। এসময় তিনি খুব দ্রত ছনখোলার রাস্তা পাকা করন সহ আরো উন্নয়নের প্রতিশ্রুতী দেন। একই সাথে আাগমী ৬ জুন মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারের জনসভায় উপস্থিত থাকারও আহবান জানান। ২৯ এপ্রিল বিকাল ৫ টায় ছনখেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বৃহত্তর

ছনখোলা প্রাক্তন ছাত্র পূর্নমিলনী পরিষদের আহবায়ক মোঃ আবদু রহমান সোহেলের সভাপতিত্বে আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, পিএমখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন সিকদার, মাস্টার অছিয়ুর রহমান, আওয়ামীলীগ নেতা হামিদুল হক, মোহাম্মদ আবদুল্লাহ, এড, শামসুল হক, আকতার মেম্বার, শিক্ষক আবদুল্লাহ আল মাহমুদ, সাদ্দাম হোসেন প্রমুখ।