একাত্তলাইভ ডেস্ক: কোর্ট হাউজ স্ট্রিট ভবন থেকে বাইরে বের হওয়ার রাস্তা দখলের অভিযোগ উঠেছে ঢাকা আইনজীবী সমিতির বিরুদ্ধে। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যালয়ে রোববার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলো এ অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কোর্ট হাউজ স্ট্রিটের ৮/১ নম্বর হোল্ডিংয়ের বাড়ির মালিক আনিসুল বারী রাজু বলেন, রাজউকের নির্দেশ অমান্য করে আইনজীবী সমিতি কোর্ট হাউজ স্ট্রিট ভবন থেকে বের হওয়ার রাস্তায় অবৈধভাবে স্থাপনা ও দোকান নির্মাণ করছে। তাদের হোল্ডিংয়ের বেজমেন্ট ঘেঁষে অ্যানেক্স ভবনের প্রথম তলার ছাদ ঢালাই এবং দ্বিতীয় তলার ছাদের সেন্টারিংয়ের কাজ করছে।সমিতির মূল ভবনের উত্তর পার্শ্বে কয়েকটি দোকানের নির্মাণ কাজও প্রায় শেষের দিকে। যদিও গত ২৯ সেপ্টেম্বর একটি নোটিশ এবং বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেয় রাজউক।এ ছাড়া গেট সংলগ্ন দক্ষিণ পাশে একটি পাওয়ার স্টেশনও তৈরি করেছে আইনজীবী সমিতি। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশংকা রয়েছে। এ বিষয়ে সুবিচার প্রার্থনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।সংবাদ সম্মেলনে আনিসুল বারী রাজুর মেয়ে তানজিন বারী, কোতয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মোহম্মদ আকবর বাবলা ও মোস্তাফিজুর রহমানসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা ছিলেন।
আইনজীবী সমিতির বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ

October 3, 2016