আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের মসুল শহরে আইএসের প্রতি ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি হুঁশিয়ার উচ্চারণ করে বলেছেন, ‘হয় আত্মসমর্পণ কর অথবা মর।’ইরাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শেষ অবস্থান মসুলের একটি উপশহর। যার চারপাশ ঘিরে ফেলেছে ইরাকি বাহিনী ও তাদের সহযোগী বাহিনীগুলো। এ অবস্থায় সেখানকার আইএস সদস্যদের ইরাকি বাহিনীর কাছে আত্মসমর্পণের জন্য বললেন আল-আবাদি। বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। সামরিক পোশাক পরে রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিতি হয়ে মসুল দখলকারী আইএস সদস্যদের প্রতি আল-আবাদি বলেন, তাদের কাছে কোনো বিকল্প নেই। হয় তাদের আত্মসমর্পণ করতে হবে, না হয় মরতে হবে।’মসুলের পূর্বাংশে যেখানে আইএসের ঘাঁটি রয়েছে, সেখান থেকে ১ কিলোমিটার দূরে অবস্থান করছে ইরাকি বাহিনী। অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে তারা। মসুলের দক্ষিণাংশে অভিযান চালানোর জন্য কয়েকটি ইউনিট এগিয়ে আসছে। আইএসকে আরবিতে ‘দায়েশ’ উল্লেখ করে ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব দিক থেকেই দায়েশের কাছাকাছি পৌঁছে গেছি। আল্লাহর ইচ্ছায় আমরা সাপের মাথা কেটে ফেলব।’ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি দেশটির সামরিক বাহিনীর সর্বাধিনায়ক (কমান্ডার ইন-চিফ)। মসুল অভিযান তিনি নিজে তদারকি করছেন।
আইএসকে হুঁশিয়ারি : আত্মসমর্পণ কর অথবা মর
November 1, 2016