খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্য খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।
রোববার দিবাগত রাত ২টার দিকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলিসহ সরকারি বাসভবন থেকে তাকে আটক করে যৌথবাহিনীর একটি টিম।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার সরকারি বাসভবনে এ অভিযান চালায় যৌথবাহিনী।
লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে আটকের বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ ইকবাল জানান, এ বিষয়ে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, গেল উপজেলা পরিষদ নির্বাচনে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ`র সমর্থন নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন সুপার জ্যোতি চাকমা।