জাকির হোসেন সুমন , ( ভিয়েনা) অস্ট্রিয়া থেকে ফিরে : বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে ৬০ তম আই এই এ – র প্রতিষ্ঠা বার্ষিকী র সম্মেলন এ উপস্হিত হলে সম্মেলন কক্ষের বাইরে সকাল থেকেই ইউরোপ প্রবাসী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী রা ব্যানার , ফেস্টুন, প্লে কার্ড ও কালে পতাকা নিয়ে জরো হতে থাকে । প্রথমে সম্মেলন কক্ষের ফটকের কাছা কাছি স্লোগান দিতে থাকে , গো ব্যক হাসিনা , গো ব্যক হাসিনা । বেলা বারার সাথে সাথে বিএনপি র নেতা কর্মী দের ভির ও উচ্চ স্বরে প্রধান মন্ত্রী অপসারন দাবী করা শুরু করলে , পুলিশের বাধার মুখে নিচে নেমে যেতে বাদ্ধ হয় বিরোধী দলের নেতা কর্মী রা , পরে মুল রাস্সতার পাশে খন্ড খন্ড ভাবে বিক্ষোভ প্রদশন করতে থাকে । খবর আশে প্রধান মন্ত্রী সোয়া ১১ টায় বক্তব্য শেষ করে পেছনের ফটক দিয়ে সম্মেলন কক্ষ ত্যাগ করবেন। সে সময় সমস্ত নেতা কর্মী রা পেছনের ফটকের রাস্তায় অবস্হান নিলে পুলিশ বাধা প্রদান করে । সে সময় কালো পতাকা , জুতা ও ঝাড়ু প্রদশন করে স্লোগান দিতেথাকে বিএনপি নেতা কর্মী রা। সে সময় শেখ হাসিনা কে পদত্যাগ এর দাবী করে হত্যা , গুম , আইন শৃঙ্খলার অবনতি , র অভিযোগ এনে ও অবৈধ সরকার আক্খা দিয়ে বক্তব্য রাখেন , বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তঃ জাতিক সম্পাদক মাহিদুর রহমান , ইউকে বিএনপি র সভাপতি এম এ মালেক।, ফিংলেন্ড বিএনপি র সভাপতি কামরুল হাসান জনী , ইতালী বিএনপি র সভাপতি আ : রাজ্জাক।, সাধারন সম্পাদক , নাসির ঢালী , ইতালীর ভেনিস বিএনপি র প্রধান উপদেষ্টা শামিম দেওয়ান , সভাপতি আ: আজিজ সেলিম , সহ সভাপতি জব্বার মাঝি , সাধারন সম্পাদক সমশের আকবর পলাশ , সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া , যুবদল নেতা মফিজ হোসেন মুন্না , ইউরোপ হতে আশা নেতা কর্মী রা বক্তব্য রাখেন ।
অস্ট্রিয়ার ভিয়েনায় বিএনপি র বিক্ষোভ
May 31, 2017