অনলাইন ডেস্ক : প্রত্যুশা বন্দ্যোপাধ্যায়, জিয়া খান, কৃতিকা চৌধুরীর পর আরেক অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুর খবর উঠে এল শিরোনামে। সোমবার মুম্বাইয়ের জুহুর বাড়ি থেকে উদ্ধার করা হয় জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী অঞ্জলি শ্রীবাস্তবের মৃতদেহ।
জানা যায়, জুহুর জনবহুল পরিমল সোশ্যাইটির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন অঞ্জলি। গত কয়েকদিন ধরে অঞ্জলির সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তার পরিবারের লোকজন। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়ে যান তারা। শেষমেশ পুলিশকে খবর দেন। এদিন দুপুরে ডিএন নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন ফ্ল্যাটের দরজা ভিতর থেকে লক করা রয়েছে। ফ্ল্যাটের মালিকের কাছ থেকে চাবি নিয়ে দরজা খোলা হয়। ভিতরে ঢুকতেই সিলিং ফ্যান থেকে অঞ্জলির ঝুলন্ত দেহ চোখে পড়ে পুলিশের।
পড়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়।
অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ধারণা পুলিশের। যদিও ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। ফলে মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা। তিনি যদি আত্মহত্যা করেও থাকেন, তাহলে তার কারণ স্পষ্ট হচ্ছে না।
সম্প্রতি ভোজপুরি ছবি ‘কেহু তা দিল মে বা’-এর শুটিং করছিলেন অঞ্জলি। তার সঙ্গে ছবিতে রয়েছেন আদিত্য কাশ্যপ, গোপাল রাইরা।
এর আগেও বেশ কিছু হিট ছবিতে অভিনয় করেছেন তিনি।
গত ৬ জুন শেষবার ফেসবুকে বাবা-মাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। সেই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। তবে অতীতে তার কিছু পোস্ট থেকে ইঙ্গিত মেলে, তিনি হতাশাগ্রস্ত ছিলেন। কোনো কারণে মনে মনে কষ্ট পাচ্ছিলেন। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
সম্প্রতি অভিনেত্রী কৃতিকার চৌধুরীর পচা-গলা মৃতদেহ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল। তারপরই অঞ্জলির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিনেমা জগতে।