অভাব অনটনে স্ত্রী কে হত্যা করল স্বামী

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে স্ত্রী হত্যা অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সদর উপজেলার রিকাবীবাজার এলাকার বড়দীঘিরপাড় গ্রামে নিজ বাসায় মিতু বেগমকে (৩০) তার স্বামী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে।ঘটনার পর স্বামী মো. মিন্টুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। নিহত মিতুর দুই ছেলে ও এক মেয়ে।নিহতের ভাই মো. দুলাল জানান, আমার বোনের স্বামী ভ্যান চালক। ভোর রাতে এ ঘটনা ঘটে। সকালে নিহতের ছেলে তাকে হাসপাতালে নিয়ে আসে।মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. প্রণয় মান্না দাস জানান, সকাল ৬টার দিকে মৃত অবস্থায় রোগীকে নিয়ে আসা হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়ে থাকতে পারে।মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে পুলিশ গেছে। ঘটনাস্থল নিহতের বাড়িতে পুলিশ গেছে। নিহতের স্বামীকেও গ্রেফতার করেছি। প্রাথমিকভাবে যতটুকু জেনেছি অভাবের সংসার, সব সময় ঝগড়া লেগে থাকত। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।