অবৈধ্য বিদ্যুৎ সংযোগ নাউযুবিল্লাহ! হুজুর বলে কথা

নিজস্ব প্রতিনিধিঃ ঘাটাইলে উপজেলা হাসপাতাল মসজিদের ইমাম ও মোয়াজ্জেম এর বাসায় অবৈর্ধ ভাবে মসজিদ হতে বিদ্যুৎ ব্যবহার করে আসছে। গত ০১/১০/২০১৬ ইং তারিখে বিদ্যুৎ অফিস কর্তৃক অবৈর্ধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই অভিযানটি পরিচালনা করেন নির্বাহী প্রকৌশনী (বিদ্যুৎ) সুরেশ চন্দ্র পাল এর নির্দেশনায় সহকারী প্রকৌশনী মিলন আকন্দ লাইম্যান হিসেবে নিয়োজিত ছিলেন ১। ইউসুফ ২। খায়রুল বাসার ৩। জলিল তালুকদার ঘটনাটি ঘটে গতকাল। পরিশেষে মসজিদ কমিটি কর্তৃক মিটিং এর মাধ্যমে বিদ্যুৎ লাইনটি সংযোগ করে দেন। উপজেরা স্বাস্থ্য কর্মকর্তা ও পদাধীকার বলে মসজিদের সভাপতি ডা. নারায়ন চন্দ্র তাহার সাথে মুঠো ফোনে কথা বলে ঘটনাটির সত্যতা প্রমান পাওয়া যায়। এমনটিই যদি হয় তাহলে কি প্রয়োজন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করনের। এমন প্রশ্নই থেকে যায় সাধারণ জনগনের কাছে।