অবশেষে মেলানিয়া ও তার ছেলে হোয়াইট হাউসে

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ও তার ছেলে ব্যারন অবশেষে ১৬০০ পেন্সিলভেনিয়া অ্যাভেন্যুয়ে উঠলেন। রোববার রাতে তারা হোয়াইট হাউসে পৌঁছেন। মেলানিয়ার এক সহকারী জানান, ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ওঠার ছয় মাস পর মেলানিয়া তার ১১ বছর বয়সী ছেলেকে নিয়ে স্বামীর সাথে যোগ দিলেন। ৬ মাস আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে গেলেও ব্যারনের স্কুলের কারণে মেলানিয়া ট্রাম্প সেখানে যেতে পারেননি। ব্যারন নিউইয়র্কের একটি স্কুলে পড়তেন। জুন মাসেই তার স্কুলের শিক্ষাবর্ষ শেষ হয়েছে। তাই মেলানিয়া এবার হোয়াইট হাউসে উঠেছেন।
আর ব্যারন ওয়াশিংটনের পাশেই সেন্ট অ্যান্ড্রু এপিস্কোপাল স্কুলে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তি হবে বলে ধারণা করা হচ্ছে। মেলানিয়া ও ব্যারন ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে নিউইয়র্ক পৌঁছান। হোয়াইট হাউসে পৌঁছে স্লোভানিয়ার সাবেক মডেল একটি ছবি তুলে তার টুইটারে পোস্ট করেন। ছবিতে তিনি একটি জানালা দিয়ে সাউথ লন ও দ্য ওয়াশিংটন মনুমেন্টের দিকে তাকিয়ে আছেন।