অফিসার্স মেসে এএসপির আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার সাব্বির আহম্মেদ সরফরাজ হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার তিনি পুলিশের অফিসার্স মেসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সাব্বির আরএমপির সাবেক পুলিশ কমিশনার ওবাইদুল্লাহ ছেলে এবং রাজপাড়া থানার সহকারী পুলিশ কমিশনার ছিলেন।

ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিসহ অন্য পুলিশ কর্মকর্তারা তার লাশ উ্দ্ধার করছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম একাত্তরলাইভ  ডটকমকে জানান, সাব্বির অফিসার্স কোয়ার্টারের নিচ তলায় থাকতেন। শনিবার সকাল ৯টায় তার ডিউটি ছিল। ডিউটির সময় হলেও তিনি না উঠলে পাশের পুলিশ সদস্যরা তাকে ডাকাডাকি করেন।

ঘরের ভেতর কোনো সাড়া শব্দ না পেয়ে তারা জানালা দিয়ে দেখতে পায় সাব্বির রুমের জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তার লাশ উদ্ধার করা হয়।

তবে তিনি কেনো আত্মহত্যা করেছেন সে ব্যাপারে তিনি নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি। ৩১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারি পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন সাব্বির। তার বাবা-মা ঢাকায় থাকেন। তাদের বিষয়টি জানানো হয়েছে। তারা এলে লাশের ময়নাতদন্ত করা হবে বলে জানান তিনি। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবুপুর গ্রামে। সাব্বিরের স্ত্রী ও তিন বছরের মেয়ে রয়েছে।