নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে অপহৃত শিশু সুমাইয়াকে ২৪ দিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৩টার দিকে রাজধানীর কদমতলী থানার জুরাইনের রহমতবাগ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
সুমাইয়ার বাবা জাকির হোসেন বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, তার মেয়ে এখন থানায় রয়েছে।
কামরাঙ্গীরচর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় ফাতেমা আক্তার বৃষ্টি, সিরাজুল ইসলাম বাবুল, আনিসুর রহমান, বিল্লাল হোসেন ও নাছির নামের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জুরাইন রহমতবাগ এলাকার দক্ষিণ ধনিয়ায় কামাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভাড়াটিয়া সিরাজুল ইসলামের ঘর থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়।
গত ২ এপ্রিল কামরাঙ্গীরচর এলাকা থেকে নিখোঁজ হয় সুমাইয়া (৬)। পাশের বাসার সাবেক ভাড়াটিয়া বৃষ্টি ওইদিন এসে সুমাইয়া নিয়ে যায়। এ ব্যাপারে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়। পরে ক্লোজড সার্কিট ক্যামেরা থেকে পুলিশ বৃষ্টিকে শনাক্ত করে।