অন্তরঙ্গ ভিডিও ইন্টারনেটে, প্রেমিকের বিরুদ্ধে মামলা

একাত্তরলাইভডেস্ক: বাগেরহাটের মোল্লাহাটে প্রেমিকার সঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক প্রেমিকের বিরুদ্ধে মামলা হয়েছে।বৃহস্পতিবার রাতে ভিকটিম ও তার পরিবারের পক্ষ থেকে মোল্লাহাট থানায় মামলাটি হয়। পরে শুক্রবার ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়।অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বড়ঘাট কুলিয়া গ্রামের জরিম সরদারের ছেলে সবুজ সরদার (২২) স্থানীয় আলিয়া মাদ্রাসার দাখিল শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক করে। পরে তার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়ে তা ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয়।বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক প্রচার হওয়ার একপর্যায়ে মেয়েটির পরিবারের নজরে পড়ে। এরপর ওই পরিবারের পক্ষ থেকে মোল্লাহাট থানায় মামলা দায়ের করা হয়।মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ন ম. খায়রুল আলম বলেন, অপরাধীকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।