অতিদারিদ্র্যের হার ১২ দশমিক ৯

একাত্তলাইভ ডেস্ক: বাংলাদেশে অতিদরিদ্র মানুষের সংখ্যা কমেছে দশমিক ৯ শতাংশ। বর্তমানে অতিদারিদ্র্যের হার ১২ দশমিক ৯ শতাংশ।সোমবার বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতি জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে `বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট` শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশে অতি দারিদ্র্যের হার ছিল ১৩ দশমিক ৮ শতাংশ। যা বর্তমানে আছে ১২ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ দশমিক ৯ শতাংশ কমেছে। প্রতিবেদনে আরও দেখা যায়, ক্রয়ক্ষমতার ভিত্তিতে (পারচেজিং পাওয়ার পেরিটি) বাংলাদেশের ১২ দশমিক ৯ শতাংশ মানুষের দৈনিক আয় সোয়া ১ ডলারের (১১৫ টাকা) কম।জাহিদ হোসেন জানান, গত অর্থবছরে অর্জিত ৭ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধিকে ভিত্ত ধরে এই অতিদারিদ্রের হার হিসাব করা হয়েছে।তিনি জানান, নির্দিষ্ট অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির ভিত্তিতে ২০১০-১১ সময়ে বাংলাদেশে অতিদারিদ্রের হার ছিল ১৭ দশমিক ৪ শতাংশ, ২০১১-১২ অর্থবছরে ছিল ১৬ দশমিক ৪ শতাংশ, ২০১২-১৩ অর্থবছরে ছিল ১৫ দশমিক ৫ শতাংশ, ২০১৩-১৪ অর্থ বছরে ছিল ১৪ দশমিক ৭ শতাংশ এবং ২০১৪-১৫ অর্থবছরে ছিল ১৩ দশমিক ৮ শতাংশ।