অগ্নিদদ্ধ টুলু খাতুন অবশেষে মারা গেছে

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সড়াতৈল গ্রামের দরিদ্র কৃষি শ্রমিক আব্দুস ছালামের স্ত্রী অগ্নিদদ্ধ টুলু খাতুন (৪৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দীর্ঘ ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে সোমবার রাতে মারা গেছে। রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে এনে মঙ্গলবার সকালে নামাজে জানাযা শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য: চার সন্তানের জননী হতদরিদ্র গৃহবধু টুলু খাতুন ১ এপ্রিল বাড়িতে গৃহস্থলির কাজের সময় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগে তার বসতঘর, একটি গরু ও আসবাব পত্র পুড়ে যায়। এসময় আগুন নিভাতে গিয়ে টুলু খাতুন শরীরের বিভিন্ন অংশ আগুনে দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে সিরাজগঞ্জ জেনারেল হাসপতালে ভর্তি করে। পরে অবস্থার মরাক্তক অবনিত হলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেন তার স্বজনরা।

এসময় ডাক্তাররা তার চিকিৎসা বাবদ প্রায় অর্ধলক্ষাধিক টাকা খরচ হবে বলে দরিদ্র পরিবারটিকে জানালে তারা রোগীকে বাড়িতে ফিরিয়ে আনতে চায়।
এসময় স্থানীয় সাংবাদিক জহুরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসহায় টুলু খাতুনের চিকিৎসার্থে সহায়তার আর্তি জানালে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৩ হাজার ২শত টাকা সহায়তা পায়।

পরে সেই টাকা দিয়েই চলছিল তার চিকিৎসসেবা। কিন্তু সোমবার সকাল থেকে অসুস্থতা বেড়ে গেলে রাতে হাসপাতালের বেডেই মারা যায় টুলু খাতুন।