স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ার সিডনিতে কন্ডিশনিং ক্যাম্প শেষ করে রোববারই অকল্যান্ডে উড়ে গেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে শুরু হবে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। তার আগে বাংলাদেশ দল বেশ রিলাক্সড। ফুরফুরে মেজাজে। সোমবার ঘুরে বেড়ালেন সমুদ্র সৈকতে। পৃথিবীর অন্যতম সুন্দর সমুদ্র সৈকতগুলোর একটি অকল্যান্ডে। সেখানেই দল বেঁধে আজ ঘুরে বেড়ালেন মাশরাফিরা।
তখনই উড়ন্ত পাখির মত ছবিটা তুলে ফেললেন মোস্তাফিজ। ক্যামেরার পেছনে কে ছিলেন সেটা স্পষ্ট নয়। তবে নিশ্চিত বোঝা যায়, ছবিটা বেশ দক্ষতার সঙ্গেই তোলা হয়েছে। সৈকতের বালুকারাশির অনেক উপরে লাফ দিয়ে, দুই হাত দুদিকে প্রসারিত করে দিয়েছেন মোস্তাফিজ। যেন সত্যিই ডানা মেলে কোনো উড়ন্ত পাখি। ছবিটা নিজের অফিসিয়াল ফেসবুকে আপলোড করে মোস্তাফিজ এক শব্দেই ক্যাপশনটা লিখেছেন, ‘ফ্লাইং’।
যথার্থই লিখেছেন কাটার মাস্টার। তার এমন উড়ন্ত ছবি দেখে ভক্তরা মন্তব্য করছেন একের পর এক। সবারই প্রায় একই মন্তব্য, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে এমন উড়ন্ত মোস্তাফিজকেই দেখতে চাই।’